Sports Bangla

বিয়ে করছেন হরভজন-গীতা

বিয়ে করছেন হরভজন-গীতা

বিয়ে করছেন হরভজন-গীতা
আগস্ট 23
06:26 2015

Milestone-wedding-1-main colorকয়েক বছর ধরেই ‘দ্য ট্রেন’ সিনেমার অভিনেত্রী গীতা বাসরার সঙ্গে ক্রিকেটার হরভজন সিং’কে একসঙ্গে দেখা যাচ্ছে। গত বছর আইপিএলে হরভজনের বেশ কয়েকটি ম্যাচ গ্যালারিতে বসে দেখেছিলেন গীতা। তখনই গুজব উঠে এবার তারা বিয়ে করতে চলেছেন। সে জল্পনাই ঠিক হল।

চলতি বছরের ২৯ অক্টোবর বিয়ে করছেন হরভজন-গীতা। পাঞ্জাবী রীতিতে তাদের জলন্ধরের হোটেল ক্লাব কাবানায় বিয়ের আসরে উপস্থিত থাকবেন যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনিসহ একঝাঁক ক্রিকেটার। এ ছাড়া বলিউডের বেশ কয়েকজন তারকাকেও দেখা যাবে। তবে অক্টোবরে শুরু হচ্ছে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর। ওই দলে হরভজন সুযোগ পেলে পরিবর্তন হবে বিয়ের তারিখ।

তাদের বিয়ে উপলক্ষে এখন অনেকে পুরনো কাসুন্দি ঘাঁটছেন। নবাব মনসুর আলি খান পতৌদি-শর্মিলা ঠাকুর, আজহারউদ্দিন-সঙ্গিতা বিজলানি হয়ে ক্রিকেট আর বলিউডের প্রেম অনেকের জানা। সে তালিকায় যুক্ত হল হরভজন-গীতার নাম।

৩১ বছরের গীতা বাসরা বলিউডে ৫-৬টা সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু থিতু হতে পারেননি। অন্যদিকে, টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট ক্লাবের সদস্য ৩৫ বছর বয়সী হরভজন আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবতর্নের জন্য দারুণ খাটছেন। দুজনই পার করছেন ক্যারিয়ারের কঠিন সময়, যা হয়ত তাদের বন্ধনকে পোক্ত করবে।

explore

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১