বিস্ময়কর চমক সাবিনার
মালদ্বীপে পায়ের জাদু অব্যাহত রেখেছেন সাবিনা। স্পর্শ করেছেন ১৬ গোল করার নতুন বিরল এক মাইলফলক। প্রথম ম্যাচে করেছিলেন হ্যাটট্রিকসহ ৪ গোল। দেশের মাটিতে ঘরোয়া ফুটবলে এক ম্যাচে ১৩ গোলের রেকর্ড গড়ে আলোচিত হয়েছেন সাবিনা। ক্লাব ফুটবলে শেখ জামালের হয়ে গোলগুলো করেছিলেন আরামবাগের বিপক্ষে। আর মালদ্বীপে রবিবার রাতে নিজের সে রেকর্ড পেছনে ফেলে গড়েছেন নতুন রেকর্ড।
মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা নামের নারী ফুটবল প্রতিযোগিতায় মালদ্বীপ পুলিশ দলের হয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিজি অফিস দলের বিপক্ষে সাবিনা করেছেন ১৬ গোল। তার দল জয়ী হয়েছে ২৫-০ গোলের ব্যবধানে। প্রথমার্ধেই বাংলাদেশের সাবিনা পূর্ণ করেছেন ডাবল হ্যাটট্রিক। বাকি ১০ গোল নিজের করে নিয়েছেন দ্বিতীয়ার্ধে। দুই ম্যাচে ২০ গোল করে সাবিনা এখন মালদ্বীপ ফুটবলে সবচেয়ে আলোচিত খেলোয়াড়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেইসবুক পেজে জানানো হয়, গত রোববার মালদ্বীপ মহিলা ফুটসাল ফিয়েস্তায় পিজি ক্লাবের জালে সাবিনা একাই ১৬ গোল করেন। বাংলাদেশের প্রথম মহিলা ফুটবলার হিসেবে বিদেশের কোনো ক্লাবে খেলতে যান সাবিনা। জাতীয় দলের এ স্ট্রাইকারকে দলে টানে মালদ্বীপ পুলিশ।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন