বিশ্বকাপ হকির শিরোপা অস্ট্রেলিয়ার
বিশ্বকাপ হকিতে বড় ব্যবধানে অসাধারণ এক জয় নিয়ে স্বাগতিকদের মাটিতে শিরোপা উৎসব করল অস্ট্রেলিয়ার হকি বাহিনী। ১৫ জুন ফাইনালে নেদারল্যান্ডসের তরুণ দলকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন দলের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস কিরিল্লো হ্যাটট্রিক পূর্ণ করেন।
একই দিন বিশ্বকাপ হকির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনার ছেলেরা। প্রতিপক্ষ ইংল্যান্ডকে ২-০ গোলে হারায় তারা।
এবারের হকি বিশ্বকাপে সেরা খেলোয়াড়ও হয়েছে চ্যাম্পিয়ন দলের মার্ক নোলেজ এবং সেরা জুনিয়র খেলোয়াড় হয়েছে তার সতীর্থ জেরেমি হাওয়ার্ড। নেদারল্যান্ডসের গোলক্ষক জ্যাপ স্টকম্যান সেরা গোলরক্ষক হলেও ফাইনালে ঠেকাতে পারেননি অস্ট্রেলিয়ান হকি খেলোয়াড়দের। অন্যদিকে সেরা স্কোরার হয়েছেন আর্জেন্টিনার গনজালো পেইলাট ও সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন বেলজিয়ামের সেবাস্টিয়ান ডকিয়ার।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন