বিশ্বকাপে খেলতে আশাবাদী রুবেল
রুবেল আবার ফিরেছেন মাঠে। নিজের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মিরপুরে অনুশীলনও করেছেন তিনি। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে ক্রিকেটীয় কথাবার্তা ছাড়া আর কিছুই বলতে চাননি। শুধু জানিয়েছেন, সব কিছু পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে চান এবং দলের জন্য অবদান রাখতে চান।
রোববার দুপুর আড়াইটায় হঠাৎ করেই ক্লাবের অন্য খেলোয়াড় সাকিব আল হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই নেমে পড়েন প্র্যাকটিসে। মিরপুর স্টেডিয়াম সংলগ্ন ইনডোরে অনুশীলন করেন তিনি। বল হাতে আবারও দেখা গেছে হাত ঘুরাতে।
তার জীবনে হঠাৎ ঘটে যাওয়া নারী কেলেঙ্কারির ঘটনার বিষয়ে রুবেলের মুখ থেকে কিছু জানার জন্য তখন বাইরে অপেক্ষমান সাংবাদিকরা। কিন্তু সবাইকে হতাশ করলেন তিনি। প্রায় ২ ঘণ্টার অনুশীলন শেষে বাইরে বেরিয়ে এসেই চলে যেতে চাচ্ছিলেন।
কিন্তু সাংবাদিকদের অনেক অনুরোধে শেষ পর্যন্ত কথা বলতে রাজি হলেও দিলেন শর্ত। বললেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে কেউ কোন প্রশ্ন করতে পারবেন না। এ বিষয়ে কোন কথাও বলতে পারবো না আমি। এ বিষয়ে যা বলার তা বলবেন আমার আইনজীবী।’
রুবেলের দেওয়া শর্ত অনুসারেই সাংবাদিকরা তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। রুবেল বলেন, ‘আমার লক্ষ্য বিশ্বকাপ খেলা। প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে ব্শ্বিকাপে খেলার। আমারও তেমনি। সুযোগ পেলে দেশের জন্য ভালো কিছু করে দেখাতে চাই।’
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ বলে দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী রুবেল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে পেসারদের গুরুত্ব অনেক বেশি। সে হিসেবে আশা করতে পারি বাংলাদেশের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার।’
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন