বিশ্বকাপের পুরস্কার
আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানির শিরোপা জয়ে পর্দা নেমেছে বিশ্বকাপ ফুটবলের। শেষ হয়েছে ফুটবলের মাসব্যাপী বিশ্ব উৎসবের। বরাবরের মতো এবারও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ৩১ দেশেকে কান্নায় ভাসিয়েছে, একটি দলকে দিয়েছে বিশ্বজয়ের আনন্দ। পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে এবারের বিশ্বকাপ কারও জন্য হয়েছে চরম হতাশার, আবার কারও জন্য স্মরণীয় আনন্দের। দৃষ্টিনন্দন পারফরম্যান্সের জন্য কেউ কেউ হয়েছেন পুরস্কৃত। আর্জেন্টিনা-জার্মানি ফাইনাল ম্যাচ শেষে এ পুরস্কার তুলে দেওয়া হয়েছে বিজয়ীদের হাতে। দ্য রিপোর্টের পাঠকদের জন্য এখানে পুরস্কারপ্রাপ্তদের তালিকা দেওয়া হলো-
সেরা খেলোয়াড়- গোল্ডেন বল-লিওনেল মেসি (আর্জেন্টিনা), সিলভার বল-থমাস মুলার (জার্মানি), ব্রোঞ্জ বল-আরিয়েন রবেন (নেদারল্যান্ডস)
সেরা গোলদাতা- গোল্ডেন বুট-হামেস রদ্রিগেজ (কলম্বিয়া)- ৬ গোল, ২ অ্যাসিস্ট, সিলভার বুট-থমাস মুলার (জার্মানি)-৫ গোল, ৩ অ্যাসিস্ট, ব্রোঞ্জ বুট-নেইমার (ব্রাজিল)-৪ গোল, ১ অ্যাসিস্ট
সেরা গোলরক্ষক- গোল্ডেন গ্লাভস-ম্যানুয়েল নুয়্যার (জার্মানি)
সেরা তরুণ খেলোয়াড়- পল পগবা (ফ্রান্স)
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- কলম্বিয়া
প্রাইজমানি- চ্যাম্পিয়ন দল-৩৫ মিলিয়ন ডলার-জার্মানি, রানার্সআপ দল-২৫ মিলিয়ন ডলার–আর্জেন্টিনা, তৃতীয় স্থান-২২ মিলিয়ন ডলার-নেদারল্যান্ডস, চতুর্থ স্থান-২০ মিলিয়ন ডলার-ব্রাজিল, কোয়ার্টার ফাইনালথেকে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ১৪ মিলিয়ন ডলার, দ্বিতীয় পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ৯ মিলিয়ন ডলার, গ্রুপ স্টেজ থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ৮ মিলিয়ন ডলার
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন