বিশ্বকাপের দ্রুততম গোল
ঘানার বিপক্ষে মাঠে নামতেই যুক্তরাষ্ট্রের স্কোর লাইনে দেখা গেল ১-০। যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসির ৩২ সেকেন্ডের মাথায় করা গোলটি বিশ্বকাপের দ্রুততম গোলের ইতিহাসে তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। আর ব্রাজিল বিশ্বকাপে এখন পর্যন্ত দ্রুততম গোলও এটাই। নাটালের স্টেডিয়ামে প্রথম মিনিট পার হবার আগেই যুক্তরাষ্ট্রের সমর্থকদের উল্লাস শোনা গেল। মাত্র ৩২ সেকেন্ডের মাথায় ক্লিন্ট ডেম্পসির এই গোলে হতচকিত হয়ে গেল ঘানা শিবির। এর আগেও বিশ্বকাপের ইতিহাসে প্রথম মিনিটেই গোলের ঘটনা ঘটেছে অনেকবারই।
বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোলটি তুরস্কের মিডফিল্ডার হাকান সুকারের। ২০০২ বিশ্বকাপে ১১ সেকেন্ডেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার জালে বল পাঠিান তিনি। ১৯৬২ সালের বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের ভক্লাভ মাসেকের ম্যাক্সিকোর বিপক্ষে ১৬ সেকেন্ডে করা গোলটি দ্রুততম দ্বিতীয় গোল। ১৯৩৪ সালের বিশ্বকাপে জার্মানির আর্নেস্ট লেনহারের করা ২৫ সেকেন্ডের গোলটি দ্রুততম গোলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ডের ব্রায়ান রবসনের। ফ্রান্সের বিপক্ষে ১৯৮২ সালের বিশ্বকাপে ম্যাচের ২৭ সেকেন্ডের মাথায় গোলটি করে ছিলেন তিনি। এরপরই স্থান করে নিল যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসির ৩২ সেকেন্ডের মাথায় করা গোলটি।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন