বিশ্বকাপের আগেই বিয়ে!
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের পর কিছুদিন যেতে না যেতেই শুরু অস্ট্রেলিয়া সফর৷ তারপরেই বিশ্বকাপ৷ মহেন্দ্র সিং ধোনির চোট না সারায় অস্ট্রেলিয়া সফরের শুরুর দিকটায় ভারতের অধিনায়কত্ব সামলাতে হবে তাকে৷ তাই স্বভাবতই দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে৷ কিন্তু এত ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করতে কিন্তু ভোলেননি বিরাট কোহলি৷
হায়দরাবাদে গত ম্যাচে হাফ-সেঞ্চুরি করে ওয়ানডে ক্রিকেটের ছয় হাজারি ক্লাবে ঢুকে পড়েছেন৷ ম্যাচে ওইদিন এই কীর্তি স্থাপনের পর ব্যাট হাতে ভিআইপি স্ট্যান্ডে বসে থাকা বান্ধবী আনুশকা শর্মার দিকে ‘ফ্লাইং কিস’ দিয়ে সকলের মন জয় করেছেন কোহলি৷
কিন্তু এই ‘বিশেষ বান্ধবী’-কে কবে ঘরে তুলছেন, এটাই এখন গোটা ভারতের বড় প্রশ্ন৷ বিরাটের পরিবার এবং আনুশকার পরিবারের মধ্যে বিয়ের ব্যাপারে কথাবার্তাও চলছে বলে শোনা যাচ্ছে৷ তাই অনুমান করা হচ্ছে, বিয়ের জন্য এখন বিশ্বকাপ শেষ হওয়ার তর সইছে না বিরাট-আনুশকা৷ অস্ট্রেলিয়া সফর শেষেই নাকি বিয়ে সেরে ফেলতে পারেন তারা৷
যদিও অন্যান্য সূত্রে জানা যাচ্ছে, দু’জনের ক্যারিয়ারের এখন একেবারের শুরুর দিক৷ তাই বিয়েটা আরও কিছুদিন পিছিয়ে যেতেও পারে৷ তবে বাগদান পর্ব যে ডিসেম্বর অথবা আগামী বছরের গোড়াতেই হয়ে যাবে, এ ব্যাপারে এখন মোটামুটি নিশ্চিত সকলেই৷
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন