বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি প্লাতিনি
মার্চ ২৫
০৬:২৩ ২০১৫
তৃতীয়বারের মতো ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি নির্বাচিত হয়েছেন মিশেল প্লাতিনি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মঙ্গলবার উয়েফার কংগ্রেসে আগামী ৪ বছর সংস্থাটির সভাপতি হিসেবে প্লাতিনির থাকাটা নিশ্চিত হয়। ২০০৭ সাল থেকে সংস্থাটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফরাসি এই কিংবদন্তি ফুটবলার।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে তার উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা জানান প্লাতিনি।, “আমাকে বিশ্বাস এবং সমর্থন করার জন্যে আপনাদের ধন্যবাদ। এটা আমার কাছে অনেক, আপনাদের কল্পনার চেয়েও বেশি।”
উয়েফায় নির্বাচিত হওয়ার ফলে ফিফা সহ-সভাপতি হিসেবেও আরও চার বছর প্লাতিনির থাকাটা নিশ্চিত হলো। সংবাদ সম্মেলনে তিনিও নিজেও এই কথা বলেন। ফুটবলের সর্বোচ্চ সংস্থার সঙ্গে উয়েফার সম্পর্ক দৃঢ় রাখারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন