Sports Bangla

বিদায় ফোরলান

বিদায় ফোরলান

বিদায় ফোরলান
মার্চ ১২
১৫:৪৬ ২০১৫

Kwality (1)ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২০১০ সালে বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার উরুগুয়ের দিয়েগো ফোরলান। বৃহস্পতিবার তার বর্তমান ক্লাব জাপানের সেরেসো ওসাকায় এক সংবাদ সম্মেলনে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফোরলান। উরুগুয়ের হয়ে ১১২ ম্যাচ খেলে ৩৬ গোল করা ফোরলান মোট তিনটি বিশ্বকাপ খেলেন। আর ২০১১ সালে দেশকে কোপা আমেরিকার শিরোপা জেতাতে দারুণ অবদান রাখেন তিনি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন ফোরলান। সেবার দেশকে সেমি-ফাইনালে তুলতে ৫টি গোল করেছিলেন তিনি।

জাতীয় দলকে বিদায় বলাটা তার জন্যে খুব কঠিন সিদ্ধান্ত ছিল বলে জানান ফোরলান। ২০১০ সালে বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ফোরলান বলেন, “আমার মনে হয়েছিল এটাই সময়। সবকিছুরই একটা শুরু থাকে এবং একটা শেষ- আমার মনে হয়েছে নতুনদের পথ করে দেয়ার এটাই সময়।”

৩৫ বছর বয়সী ফোরলান অবশ্য এখনই ফুটবলকে বিদায় জানাচ্ছেন না। ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে চান।

Ambia 1

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

এপ্রিল ২০২১
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০