বাইসাইকেল হেলমেট স্টেডিয়াম
২০০৪ এথেন্স অলিম্পিকের অধিকাংশ স্টেডিয়ামই এখন পরিত্যক্ত। ২০০৮ বেইজিং অলিম্পিকের ‘বার্ড নেস্ট’ এখনও পর্যটকদের আকর্ষণের কেন্দবিন্দু। ২০১২ লন্ডন অলিম্পিকের ‘চিপ’-কে ফুটবল এরিনায় ফেরাতে প্রচুর খরচ করতে হচ্ছে কর্তৃপক্ষকে। এর মধ্যেই ২০২০ টোকিও অলিম্পিকের জন্য তৈরি দৃষ্টিনন্দন ‘বাইসাইকেল হেলমেট’ স্টেডিয়াম নজর কাড়ছে সারা বিশ্বের!
খরচের দিক দিয়ে সাম্প্রতিক অতীতে ক্রীড়াবিশ্বের সমস্ত আয়োজনের রেকর্ড ভেঙে ফেলবে টোকিও অলিম্পিক। প্রখ্যাত ব্রিটিশ আর্কিটেক্ট জাহা হাদিদের নক্সায় তৈরি হচ্ছে বাইসাইকেল হেলমেটের আদলে টোকিও অলিম্পিকের স্টেডিয়াম। যার জন্য প্রাথমিক ব্যায় ধরা হয়েছে ৩০ লক্ষ মার্কিন ডলার।
স্টেডিয়ামের ভেতরের উচ্চতা ২৩০ ফুট। সামগ্রিকভাবে লন্ডন অলিম্পিক স্টেডিয়ামের থেকে যা তিন গুণ বড়। আর্কিটেক্টের দিক থেকে জাপানের সুখ্যাতি কম নেই। ১৯৬৪ অলিম্পিকেও টোকিও জিমনেশিয়ামের ডিজাইন তাক লাগিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন