বাঁশি বাজাবেন না হাওয়ার্ড
খেলার মাঠে আর বাঁশি বাজাবেন না হাওয়ার্ড ওয়েব। নিয়ম ভঙ্গের জন্য কোনো ফুটবলারকে হলুদ বা লাল কার্ড দেখাবেন না, দিবেন না পেনাল্টি সিদ্ধান্ত। কারণ ২৫ বছরের রেফারিং ক্যারিয়ারে ইতি টেনেছেন বিশ্বখ্যাত এই ইংলিশ রেফারি।
বুধবার অবসরের ঘোষণা দিয়েছেন ৪৩ বছর বয়সী ওয়েব। বাঁশি তুলে রেখে ওয়েব এখন থেকে কাজ করবেন প্রোফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেডের (পিজিএমওএল) টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। তার কাজ হবে বিভিন্ন পেশাদারী ফুটবল আসরের বিতর্কিত সিদ্ধান্ত সম্পর্কে মিডিয়ায় ব্যাখ্যা প্রদান করা।
ইংল্যান্ডের পুলিশ বাহিনীতে ক্যারিয়ার শুর করেছিলেন ওয়েব। পরবর্তী সময়ে ১৯৮৯ সালে ফুটবল মাঠের রেফারি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০০৫ সালে ফিফার রেফারিং তালিকায় স্থান পেয়েছেন। সুদীর্ঘ রেফারিং ক্যারিয়ারে ২টি বিশ্বকাপ এবং ২টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৯টি বড় আসরের ফুটবলে দায়িত্ব পালন করেছেন ওয়েব।
২০১০ সালের বিশ্বকাপ ফুটবল এবং একই বছর চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে রেফারি হিসেবে দায়িত্ব পালন করার বিষয়টিকে ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন হাওয়ার্ড ওয়েব।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন