বর্ষসেরা কোচ জোয়াকিম লো
ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবল দলের কোচ জোয়াকিম লো। রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি আর অ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনেকে পরাজিত করে এ পুরস্কার জিতলেন তিনি।
সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে জার্মানিকে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতানো জোয়াকিম লোর হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়।
সেরা হতে ৩৬.২৩ শতাংশ ভোট পান জার্মান ফুটবল দলের কোচ জোয়াকিম লো। ২২.০৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন আনচেলত্তি। আর তৃতীয় হওয়া সিমেওনে ১৯.০২ শতাংশ ভোট পান।
জার্মান কোচ জোয়াকিম লোর অধীনে লাতিন আমেরিকার মাটিতে প্রথম ইউরোপীয় দল হিসেবে বিশ্বসেরা হওয়ার রেকর্ড গড়ে জার্মানি। লড়াইয়ে থাকা আনচেলত্তিও বছরজুড়ে দারুণ সফল ছিলেন। গত মৌসুমে তার অধীনে রিয়াল মাদ্রিদ জেতে তাদের বহুল আকাঙ্খিত দশম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এছাড়া ২০১৩ সালে স্পেনের সফলতম দলটির দায়িত্ব নেয়ার প্রথম মৌসুমেই আরও তিনটি শিরোপা জেতেন তিনি। আর রিয়াল এবং বার্সেলোনার মতো তারকানির্ভর দলকে পেছনে ফেলে সিমেওনের অধীনে স্পেনের লা লিগার চ্যাম্পিয়ন হয় আতলেতিকো।
মহিলা ফুটবলের সেরা কোচের পুরস্কার পেয়েছেন জার্মানির রালফ কেলেরমান।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন