বন্যার্তদের পাশে শচীন
সেপ্টেম্বর ২১
০৭:০৪ ২০১৪
ভারতের জম্মু ও কাশ্মিরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন লিজেন্ডারি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। বন্যাদুর্গতদের জন্য শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী পাঠিয়েছেন তিনি। বিষয়টি জানিয়েছেন প্রদেশের সিএ অফিসার রনজিত কালরা।
দুটি ট্রাকভর্তি ত্রাণসামগ্রী বন্যার্তদের সহায়তায় দিয়েছেন শচীন। এর মধ্যে চারশটি ওয়াটার ফিল্টার। প্রতিদিন এখান থেকে প্রায় ১০ হাজার মানুষ বিশুদ্ধ পানি পাবে। সঙ্গে এক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও রয়েছে। এ ছাড়া পাঁচ টন শুকনো খাবার রয়েছে শচীনের ত্রাণ মেন্যুতে।
সহায়তার জন্য শচীনকে ধন্যবাদ দিয়েছেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। খুব শিগগিরই বন্যার্তদের মধ্যে ওই ত্রাণ বিরতণ করা হবে বলে মুখমন্ত্রীর পক্ষে জানিয়েছেন আইএএস অফিসার শান্তমানু।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন