বঙ্গবন্ধু গোল্ডকাপকে ফিফার স্বীকৃতি
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বঙ্গবন্ধু গোল্ডকাপকে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি পেতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবেদন করেছিল ফিফার কাছে। অবশেষে বাফুফের আবেদনে সাড়া দিয়েছে সংস্থাটি।
৬ জাতির এ আন্তর্জাতিক ফুটবল আসরে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও বাহরাইন। আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।
বুধবার) বিকেলেই বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে ফিফার স্বীকৃতি পাওয়ার বিষয়টি। তবে, একটা সু-খবরের সঙ্গে জানা গেলো আরেক দুঃসংবাদ। অংশগ্রহণকারী দেশ থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাও বঙ্গবন্ধু গোল্ডকাপে অনুর্ধ্ব-২৩ দল পাঠাবে।
এ নিয়ে ৬ জাতির টুর্নামেন্টটিতে অনুর্ধ্ব-২৩ দলের সংখ্যা দাঁড়াল চারটিতে। বাফুফের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, টুর্নামেন্টটিতে অনুর্ধ্ব-২৩ দল পাঠাবে শুধু বাহরাইন। কিন্তু এরপর সিঙ্গাপুর জানায়, তারাও এই টুর্নামেন্টে অলিম্পিকের দল পাঠাবে। সিঙ্গাপুরের পর জানা গেলো মালয়েশিয়াও অনুর্ধ্ব-২৩ দল পাঠাবে এই টুর্নামেন্টে। সর্বশেষ এ তালিকায় যোগ হলো থাইল্যান্ড।
শুধুমাত্র বাংলাদেশ এবং শ্রীলংকা এই টুর্নামেন্টে খেলবে জাতীয় দল নিয়ে। তবে, শঙ্কা ছিল, ফিফা না আবার আন্তর্জাতিক টুর্নামেন্টটিকে স্বীকৃতি না দেয়। শেষ পর্যন্ত বুধবার জানা গেলো, আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো।
বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম দুটি আসর হয়েছিল অনেকটাই দায়সারা। প্রথম আসর ছিল ক্লাব নিয়ে। দ্বিতীয় আসরের দল নিয়েই হয়েছিল হাসাহাসি। এই প্রথম জাতির জনকের নামের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে অন্যরকমভাবে। যে কারণে তৃতীয় আসরের ম্যাচগুলো ফিফা ইন্টারন্যাশনাল মর্যাদা পেতে অনেক আগে থেকেই চেষ্টা চালাচ্ছিল বাফুফে। টুর্নামেন্টের ম্যাচগুলো যাতে ফিফা ইন্টারন্যাশাল ফ্রেন্ডলির মর্যাদা পায় সে জন্য অনেক আগেই ফিফার কাছে আবেদন করেছিল বাফুফে।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন