ফুটবলেও শিরোপা কলকাতার
মুম্বাইর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শ্বাসরূদ্ধকর ফাইনালে একেবারে শেষ মুহূর্তের গোলে কেরালা ব্লাস্টার্সকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) শিরোপা জিতে গেল অ্যাথলেটিকো ডি কলকাতা।
ক্রিকেটে আইপিএল এর শিরোপা জয়ের পর ফুটবলেও শিরোপার স্বাদ পেল কলকাতা। শনিবার মুম্বাইয়ে কেরালা ব্লাস্টারকে ফাইনালে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মাতলো তারা।
ক্রিকেট মাঠে দুই সতীর্থ সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারও মুখোমুখি হয়েছিলেন এদিন। শচীন কেরালা ব্লাসটার ও সৌরভ কলকাতার মালিকানায় আছেন। আর বাংলাদেশের ফুটবলার মামুনুল ইসলাম কলকাতা দলের সাথে চুক্তিবদ্ধ থাকলেও মাঠে নামার সুযোগ পাননি একদিনও।
ম্যাচের দশ মিনিট পার হতেই গোলের সুযোগ পায় কলকাতা। এসময় দলের স্পেনিয়ার্ড পলগা মুম্বাইয়ের দলটির ঘরের মাঠে ডি বক্সের ভিতরে বল পেয়েও ব্যর্থ হন। সুযোগ সৃষ্টি করেছিল কেরালাও কিন্তু কোন দল গোল না পাওয়ায় সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করেন অ্যাটলেটিকো ডি কলকাতার বদলি খেলোয়াড় মোহাম্মদ রফিক। পন্ডের কর্নার থেকে হেড নিয়ে গোলটি করেন তিনি। তার নেয়া হেড প্রতিপক্ষের গোলরক্ষক ডেভিড জেমসকে ফাঁকি দিয়ে জালে জড়ায় (১-০)।
ফলে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম আসরের শিরোপা জয় করলো স্পেনিশ দল অ্যাটলেটিকো মাদ্রিদের অনুকরণে তৈরি দল অ্যাটলেটিকো ডি কলকাতা।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন