Sports Bangla

ফিরতে মরিয়া পিটারসেন!

ফিরতে মরিয়া পিটারসেন!

ফিরতে মরিয়া পিটারসেন!
ডিসেম্বর 08
16:01 2014

Milestone-wedding-1-main colorইংল্যান্ডের হয়ে এখনো টেস্ট ক্রিকেট খেলার আশা করছেন কেভিন পিটারসেন। খুব শিগগিরই ইংল্যান্ড দলে ফিরে টেস্ট ক্রিকেটে নিজের লক্ষ্য ১০ হাজার রান পূর্ণ করার সুযোগ পাবেন বলে আশা করছেন তিনি। শুধু তাই নয় আবারো অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখছেন ।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়ালশ ক্রিকেট বোর্ড (ইসিবি) পিটারসনকে দল থেকে বিতাড়িত করে।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে বর্তমানে মেলবোর্নে অবস্থান করা পিটারসেন সোমবার বলেন, তিনি এখনো টেস্ট খেলার স্বপ্ন দেখেন।

Bright-sports-shop_bigদক্ষিণ আফ্রিকায় জন্ম গ্রহণ করা পিটারসেন বলেন, ‘আমি জানি এখনো চার/পাঁচ বছর আমি ক্রিকেট খেলতে পারি। যে কারণে আমি টি-২০ ক্রিকেট খেলতে চাই, সেটা অন্য বিষয়।’

টেস্ট ক্রিকেটে তার কিছু লক্ষ্য অর্জন বাকি আছে উল্লেখ করে পিটারসেন বলেন, ‘আগামী ছয় মাসে ইংল্যান্ডে যে পরিবর্তগুলো ঘটতে যাচ্ছে, তা খুবই মজার বিষয় হবে।’

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে আমি ৮৩০০ রান করেছি, আমি ১০ হাজার রান পূর্ণ করতে চাই। আমি আবারো অস্ট্রেলিয়াকে হারাতে চাই…শেষ বার আমাদের বিঘ্ন ঘটেছে। যা ভাল ফল আনেনি। বিঘ্ন ঘটানো কোনো খেলোয়াড় আমি নই, আমি এমন একজন খেলোয়াড়, যে জয়ের জন্য খেলে।’

পিটারসেন বলেন, বাধ্যতামুলকভাবে টেস্ট ক্রিকেটে বিরতি পাওয়ায় তার হাঁটুর সমস্যা পুরোপুরি সেরে গেছে।

তিনি বলেন, ‘গত জানুয়ারি থেকে টেস্ট ক্রিকেট না খেলায় আমার শরীরের অবস্থা এখন অনেক ভালো। আমি খুবই ভালো বোধ করছি- খেলার জন্য প্রস্তুত।’

Ambia all

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১