প্রাণ গেল আম্পায়ারের
নভেম্বর ৩০
০৪:০৬ ২০১৪
ফিলিপ হিউজের মৃত্যুর দু’দিনও হয়নি ৷ এরমধ্যেই ফের ক্রিকেট বলের আঘাতে মৃত্যু হলো একজনের ৷ এবার অবশ্য ক্রিকেটার নয় ৷ মৃত্যু হলো এক আম্পায়ারের ৷ প্রাণ হারালেন ইসরাইলের এক আম্পায়ার।
ইসরাইলের শহর অ্যাশডডে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় ৬০ বছর বয়সী ওই আম্পায়ারের মুখে বলের আঘাত লাগে। তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে আম্পায়ারটি ৷ইসরাইলে ক্রিকেট বড় কোনো জনপ্রিয় খেলা নয়। তবে অ্যাশডডে ভারত থেকে আসা ইহুদিদের বসতি আছে বলে সেখানে ক্রিকেট খেলা হয়। ক্রিকেট খেলতে গিয়েই ফের বিপত্তি ৷ হিউজের পরে ইসরাইলের আম্পায়ারটি মারা যাওয়ায় ক্রিকেট দুনিয়ায় চাঞ্চল্য পড়ে গিয়েছে ৷
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন