প্রস্তাব পেয়ে পেলের প্রত্যাখ্যান
বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন কিংবদন্তি ফুটবলার পেলে। তাতে রাজি হননি সাবেক সান্তোস তারকা।
ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে জার্মানির কাছে হেরেছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন পারফর্মের পরই পেলের কাছে জাতীয় দলকে ঢেলে সাজানোর জন্য কোচ হওয়ার প্রস্তাব পাঠিয়েছিল ফেডারেশন। তাতে সাড়া দেননি বলে জার্মান প্রেস এজেন্সি ডিপিএকে জানিয়েছেন এই গ্রেট ফুটবলার।
৭৩ বছর বয়সী পেলে বলেছেন, ‘হ্যাঁ, ব্রাজিল ৭-১ গোলে হারের পরই আমাকে কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল ফেডারেশন। কিন্তু আমি সেই সুযোগ নিতে চাইনি।’ ব্রাজিলের হয়ে ফুটবলার হিসেবে তিনবার বিশ্বকাপ জিতেছেন পেলে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের ব্রাজিল বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
পেলের আপত্তির পরই কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডুঙ্গা। বিশ্বকাপের পর লুই ফেলিপে স্কলারি সরে দাঁড়ানোর পর দায়িত্ব নিয়েছেন ডুঙ্গা। তার অধীনে এরই মধ্যে দুটি প্রীতিম্যাচে জয় পেয়েছে ব্রাজিল।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন