Sports Bangla

প্রথম টেস্ট চায় হিউজের পরিবার

প্রথম টেস্ট চায় হিউজের পরিবার

প্রথম টেস্ট চায় হিউজের পরিবার
নভেম্বর 28
14:11 2014

ambiagroupফিলিপ হিউজের পরিবার চাচ্ছে যথাসময়েই অর্থাৎ আগামী ৪ ডিসেম্বর ব্রিজবেনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হোক। সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসএসিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা কেইথ ব্র্যাডশ একটি বিবৃতি পড়ে শোনান। এতে বলা হয় সূচি অনুযায়ী প্রথম টেস্ট দেখতে চায় হিউজের পরিবার।

অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে পেসার সিন অ্যাবটের বলে মাথার পেছনে আঘাত পেয়ে দুই দিন পর বৃহস্পতিবার সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে মারা যান হিউজ।

এডিলেড ওভালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্র্যাডশ বলেন, এসএসিএ তার (হিউজের) পরিবারকে সমর্থন যুগিয়ে আসছে এবং তারা সাউথ অস্ট্রেলিয়া দলের খেলোয়াড় এবং স্টাফদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

ব্র্যাডশ বলেন, ‘এই টেস্ট ম্যাচ সম্পর্কে আমি যা শুনেছি আমি কেবল সে বিষয়ে বলতে পারি- তাহলো হিউজের পরিবার চাচ্ছে এ ম্যাচ যথাসময়ে অনুষ্ঠিত হোক।’

এদিকে এই সপ্তাহের শেষ দিন পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দেন ব্র্যাডশ।

তিনি বলেন, ‘আমাদের ক্রিকেটের সঙ্গে জড়িত খেলোয়াড়, তাদের পরিবার ও সকলের জন্য এই মুহূর্তে ক্রিকেট এবং সবকিছুই দ্বিতীয় বিষয়।’

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১