পাঠ্য বইয়ে রোনালদো
ফর্মের তুঙ্গে আছেন তিনি। তারকা খ্যাতিও আকাশচুম্বী। বৃহস্পতিবার পা দিয়েছেন ত্রিশে। জন্মদিনের পরের দিনেই দারুণ একটা সুসংবাদ পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঠ্য বইয়ের বিষয়ে অন্তর্ভুক্ত হতে চলেছেন সিআরসেভেন। সম্প্রতি কানাডার ওকানাগান অঙ্গরাজ্যের ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিষয়ের একটি কোর্স প্রণয়ন করতে যাচ্ছে।
এমন কোর্স অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহ্যামকে নিয়েও এরকম উদ্যেগ চালু করেছির স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়।
কোর্সটির পাঠ্যবিষয় হবে রিয়াল তারকার বিপুল জনপ্রিয়তার সাংস্কৃতিক গুরুত্ব ও সমাজে তার প্রভাব। রোনালদোর জাদুকরি সব ড্রিবলিং বা ফ্রি-কিক পড়ানোর বিষয় না হলেও পুরো বিষয়টি ঘিরে রোনালদো নতুনভাবে আলোচিত হবেন বলে জানিয়েছে ডিগ্রি প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক লুইস আগুইয়ার।
অধ্যাপক আগুইয়ার বললেন, ‘প্রতিটি আলোচনাই তাঁকে ঘিরেই আবর্তিত হয়। ধীরে ধীরে আমরা আরও বিস্তৃত পরিসরে ভিন্ন ভিন্ন আঙ্গিকে এর প্রভাব পর্যবেক্ষণ করব। এটি শুরু হচ্ছে রোনালদোকে দিয়ে। কিন্তু এর মধ্যেই আমাদের পাঠ সীমাবদ্ধ থাকবে না। কাজেই এটি তাঁর জীবনী গোছের কিছু নয়। বরং রোনালদোকে কেন্দ্র করে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করাই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য।’
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন