পঞ্চাশ শতাংশ দাবি বিসিসিআইর!
মাঝপথে সিরিজ বাতিল করে দেশে ফিরে যাওয়ার জন্য বিসিসিআই’র কাছে ক্ষমা চাইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড( ডব্লিউসিবি)। সোমবার সে চিঠির কথা স্বীকার করে নিয়েছে বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটল।
বিসিসিআই সচিব জানান,‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছ থেকে দুদিন আগে আমরা চিঠি পেয়েছি। মাঝপথে সিরিজ বাতিলের জন্য আমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ক্যারিবিয়ান বোর্ড এবং বলেছে তারা দেউলিয়া। ডিসপিউটস কমিটিতে এ ব্যাপারটা সমাধান করার আবেদনও জানিয়েছে তারা। এ নিয়ে ২০ তারিখ বোর্ডের সভায় বিস্তারিত আলোচনা হবে।’
সিরিজের মাঝপথে সফর বাতিলের জন্য ক্যারিবিয়ান বোর্ডের কাছে ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বিসিসিআই। এ কারণেই মূলত বাধ্য হয়ে ক্ষমা চেয়ে চিঠি দিল ক্যারিবিয়ান বোর্ড।
এদিন চিঠির উত্তর দিতে গিয়ে ক্যারিবিয়ান বোর্ডের কাছে অর্থ দাবি করল বিসিসিআই। বলা হয়েছে ২০২৩ সাল পর্যন্ত ক্যারিবিয়ান বোর্ড যা আয় করবে, তার পঞ্চাশ শতাংশ দেওয়ার দাবি জানায় বিসিসিআই।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন