নিষিদ্ধ বেইলি, অধিনায়ক স্মিথ!
জানুয়ারি ১৯
১১:৫৭ ২০১৫
ভারতের বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজে স্লো ওভার রেইটের অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক জর্জ বেইলি। নিষেধাজ্ঞার জন্য হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
ত্রি-দেশীয় সিরিজে ভারতের বিপক্ষে বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে পারেনি অস্ট্রেলিয়া। বরং এক ওভার বোলিং কম করেছিল তারা। আর ১২ মাসের মধ্যে এটা দ্বিতীয়বার করেছেন জর্জ বেইলি। গত ১৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই অভিযোগে তার জরিমানা হয়েছিল। সংস্থার নিয়ম অনুযায়ী একই অপরাধ দুইবার হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন ওই ক্রিকেটার। তাই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না বেইলি।
তার পরিবর্তে ওয়ানডে দলের নেতৃত্ব নিতে পারেন টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথ। এক্ষেত্রে বিকল্প ব্যাটসম্যানের কথা ভাবতে হবে নির্বাচকদের। কারণ ইনজুরিতে রয়েছেন মাইকেল ক্লার্ক ও মিচেল মার্শ।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন