নিজের ভিডিও দেখে বিপাশার ব্যায়াম

অক্টোবর ২২
১৯:১৯ ২০১৩
উটিতে শুটিংয়ের সময় নিজের ফিটনেস ভিডিও দেখে ব্যায়াম করেছেন বিপাশা বসু। নিজের ফিটনেস ভিডিও দেখে ব্যায়াম করেছেন বিপাশা বসু। ফিটনেসের জন্য পরিচিত বলিউডি অভিনেত্রী বিপাশা বসু শুটিংয়ের খাতিরে বাইরে থাকলেও প্রতিদিনকার ব্যায়াম নিয়মমতোই করে থাকেন। সম্প্রতি থ্রিডি সিনেমা ‘ক্রিয়েচার’-এর শুটিংয়ে উটিতে ছিলেন তিনি। সেখানে ব্যায়ামের সুযোগ সুবিধা তেমন ছিল না। তখন নিজের ফিটনেস ভিডিও দেখেই ব্যায়াম করেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
এ পর্যন্ত বিপাশার দুটি ফিটনেস ভিডিও বের হয়েছে। ২০১০ সালে লঞ্চ হয় ‘বিবি লাভ ইওরসেল্ফ: ফিট অ্যান্ড ফ্যাবুলাস ইউ’ এবং ২০১২ সালে লঞ্চ হয় ‘ব্রেকফ্রি’।
‘জিসম’খ্যাত ওই অভিনেত্রী টুইটারে টুইট করেন, “উটির জিমটি অতটা ভালো না। তাই এখন আমার নিজের ফিটনেস ভিডিওটিই কাজে লাগছে।”
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন