Sports Bangla

নারী ক্রিকেটার পুরুষদের দলে!

নারী ক্রিকেটার পুরুষদের দলে!

নারী ক্রিকেটার পুরুষদের দলে!
অক্টোবর 17
14:29 2015

Explore1ইতিহাসই সৃষ্টি করতে যাচ্ছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার সারা টেলর। একজন নারী হয়ে তিনি খেলবেন পুরুষদের ক্রিকেট লিগে। সারা হচ্ছেন প্রথম নারী যিনি অস্ট্রেলিয়ার পুরুষদের দলে খেলতে যাচ্ছেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার পুরুষদের ক্রিকেট লিগে ২৬ বছর বয়সী সারা নর্দান ডিস্ট্রিকের হয়ে খেলবেন। প্রতিপক্ষ পোর্ট অ্যাডিলেড।

সারার পুরুষদের দলে খেলার বিষয়টি গোটা ক্রিকেটবিশ্বে হইচই ফেলে দিয়েছে। অথচ সারা নাকি জানেনই না তিনি প্রথম নারী হিসেবে পুরুষদের দলে খেলছেন, ‘জানতাম না আমিই প্রথম নারী হিসেবে খেলছি। আশা করছি, আমিই শেষ নারী হবো না। আরও অনেক নারী আগামী দিনে খেলবেন।’

অবশ্য সারার অবাক না হওয়ার কারণও আছে। তিনি যে ছেলেদের সঙ্গে খেলে খেলেই বড় হয়েছেন। সারার ভাষায়, ‘বিষয়টি আমার কাছে অন্যরকম মনে হচ্ছে না। কারণ ব্রিজটন কলেজে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলেই আমি বড় হয়েছি। সম্প্রতি ইসিবি’র (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) পুরুষদের প্রিমিয়ার লিগেও খেলেছি। ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে আমি অভ্যস্ত। এ নিয়ে কোনো চিন্তা করছি না।’

Kwality

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

অক্টোবর ২০২১
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১