Sports Bangla

নাটকীয় জয় ইংল্যান্ডের!

নাটকীয় জয় ইংল্যান্ডের!

নাটকীয় জয় ইংল্যান্ডের!
মে 26
03:29 2015

ambiagroupপঞ্চম দিনের সকালেও ড্র’র আবহ ছিল লর্ডসে। নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি নিশ্চিতভাবেই ড্র হতে চলেছে ভেবে অনেকেই আগ্রহ হারিয়েছিলেন এই ম্যাচ সম্পর্কে।

কিন্তু সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে নাটকীয়ভাবে লর্ডস টেস্ট জিতে নিয়েছে ইংলিশরা। সোমবার (বাংলাদেশ সময় রাতে) অতিথি নিউজিল্যান্ডকে ১২৪ রানে হারিয়ে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৩৮৯ রান। জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড সংগ্রহ করেছিল ৫২৩ রান। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক অ্যালেস্টার কুক আর মিডল অর্ডার ব্যাটসম্যান বেন স্টোকসের সেঞ্চুরিতে ৪৭৮ রান করেছিল স্বাগতিকরা। ফলে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৩৪৫ রান। কিন্তু ইংলিশ বোলারদের নৈপুণ্যে মাত্র ২২০ রানে গুটিয়ে গিয়েছে অতিথিদের দ্বিতীয় ইনিংস। ম্যাচ জিতে নিয়েছে কুকের দল। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন পেসার স্টুয়ার্ট ব্রড ও বেন স্টোকস। এ ছাড়া জেমস অ্যান্ডারসন, মার্ক উড, মঈন আলি ও জো রুট ১টি করে উইকেট নিয়েছেন।

Kwality

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১