নবী স্মৃতি ওয়াটার পোলো সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মরহুম আব্দুল নবী স্মৃতি সংঘ আয়োজিত উন্মুক্ত ওয়াটার পোলো হ্যান্ডবল টুর্নামেন্ট। গত ৪ সেপ্টেম্বর বন্দর এলাকার মধ্যম গোসাইলডাঙ্গার স্থানীয় পুকুরে আয়োজিত মরহুম আব্দুল নবী স্মৃতি সংঘ উন্মুক্ত ওয়াটার পোলো হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে ডিএসএস ডিএক্স। শুক্রবারের ফাইনালে মরহুম কোরবান আলী সওদাগর স্মৃতি দলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ডিএসএস ডিএক্স।
খেলা শেষে চ্যাম্পিয়ন ডিএসএস ডিএক্স এবং রানার্সআপ মরহুম কোরবান আলী সওদাগর স্মৃতি দলসহ অন্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ৩৬নং মধ্যম গোসাইলডাঙ্গার সাবেক কমিশনার আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক কৃতী সাঁতারু ও কোচ মো. মাহবুবুর রহমান সাগর। অনুষ্ঠানে অতিথিরা উন্মুক্ত ওয়াটার পোলো হ্যান্ডবল টুর্নামেন্টের আয়োজন মরহুম আব্দুল নবী স্মৃতি সংঘের সকল সদস্যদের ভবিষ্যতে এমন আয়োজনে সর্বাত্তক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি এমন আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার আহবান জানান।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন