নতুন ক্লাবে ফ্যালকাও!
জানুয়ারি ১৪
১০:৩৯ ২০১৫
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে সুখে নেই কলম্বিয়ান ফরোয়ার্ড রামাদেল ফ্যালকাও। নিয়মিত ক্লাবটির হয়ে খেলতে না পারায় খুশি নন ফ্যালকাও। তাই আগামী মৌসুমে নতুন ক্লাবে এই তারকা যোগ দেবেন বলে জানিয়েছেন তার এজেন্ট হোর্হে মেন্ডিস।
গত সেপ্টেম্বরে ফ্রান্সের মোনাকো থেকে ৬ মিলিয়ন পাউন্ডে ম্যানইউতে নাম লিখিয়েছেন ফ্যালকাও। যদিও চোটের জন্য খেলতে পারেননি ক্লাবটির হয়ে। সব ধরনের প্রতিযোগিতা মিলে এখন অবধি খেলেছেন ৮টি ম্যাচ। গোল করেছেন ৩টি। কিন্তু এতে ফ্যালকাও সন্তুষ্ট নন বলে নিশ্চিত করেছেন তার এজেন্ট।
মেন্ডিস বলেছেন, ‘জানি না কি হতে যাচ্ছে। তবে আগামী মৌসুমে নতুন কোনো ক্লাবে খেলবেন ২৮ বছর বয়সী ফুটবলার ফ্যালকাও। এটা আমি নিশ্চিত করেই বলছি।’
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন