Sports Bangla

ধোনি আউট, বিরাট যুগ শুরু!

ধোনি আউট, বিরাট যুগ শুরু!

ধোনি আউট, বিরাট যুগ শুরু!
নভেম্বর 24
15:55 2014

ambiagroupঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দল বিরাট কোহলির নেতৃত্বে খেলতে পারে, কান পাতলে এমন খবরই শোনা যাচ্ছে। সূত্রের খবর, ধোনিকে টেস্ট দল থেকে সরানোর পদক্ষেপ হিসাবেই এমন সিদ্ধান্তের কথা ভাবছেন অনেক বোর্ড কর্তা ও নির্বাচকরা। এই ধরনের খবর দিচ্ছে ভারতের মিডিয়া।

আগামী ৪ ডিসেম্বর থেকে অ্যাডেলেডে শুরু হওয়া প্রথম টেস্টের ফলাফলের ওপর অবশ্য অনেক কিছু নির্ভর করবে। যদি ম্যাচ ড্র হয়, সে ক্ষেত্রে হয়তো ‘চোট এখনও সারেনি’ এমনটা জানিয়ে ধোনির বিশ্রাম বাড়ানো হতে পারে।

Bright-sports-shop_bigকিন্তু ভারত যদি সরাসরি জিতে যায়, তবে বিশ্রাম থেকে টেস্ট দলে ফেরা খুবই কঠিন হয়ে যাবে ধোনির। অনেকেই এখন অ্যাডেলেড-এ একটা জয়ের অপেক্ষায় রয়েছেন। যদিও ধোনির চোট নিয়ে বোর্ড কর্তাদের নানা মুণির নানা মত। কেউ বলছেন কনুইয়ে চোট। কেউ বলছেন বুড়ো আঙুলে। আবার কারও মত, কব্জিতে চোট রয়েছে মাহির। আইএসএলের মঞ্চ অবশ্য সেই সব তত্ত্বকে সমর্থন করছে না। ম্যাচ শেষে ধোনির গোল কিপিং দেখার পর তো সে কথাই বারবার ফুটে উঠছে। হঠাৎ এমন পরিবর্তনের কারণ কী?

এর প্রধান কারণ, শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটের অধিনায়কত্ব নিয়ে সকলেই সন্তোষ প্রকাশ করেন। সূত্রের খবর, বিরাটকে যখন অধিনায়কত্ব দেয়ার প্রস্তাব ওঠে তখন ধোনিকে একজন কিপার-ব্যাটসম্যান হিসাবে খেলানোর ভাবনা-চিন্তা করছিলেন নির্বাচক এবং অনেক বোর্ড কর্তারা। কিন্তু ধোনি এতে রাজি হননি। এতে অনেকেই চটে যান।

ধোনির নাম দলে থাকলেও এটা সিদ্ধান্ত হয়, প্রথম টেস্টে কোহলি অধিনায়কত্ব করবেন। কিন্তু ধোনি বা বিরাট কারও নামের পাশে ‘স্ট্যান্ড-ইন-ক্যাপ্টেন’ কথাটা লেখা ছিল না। এতেই সন্দেহ আরও জোরদার হয়। প্রথম টেস্টের ফলের দিকে এখন অনেকেই অধীর আগ্রহে তাকিয়ে। ফলের ওপরই হয়তো নির্ভর করবে ভারতীয় দলে ‘বিরাট-যুগ’ শুরু হবে কী না।

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১