ধোনিরও বিদায়!
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ম্যাচে শেষে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে যে বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তা হলো-আপনি কি এরপর অবসর নিচ্ছেন? এর উত্তরে ধোনি বলেছেন, ‘মনে হয় না। আমার বয়স মাত্র ৩৩। আমি এখনও ভাল দৌড়াতে পরি এবং যথেষ্ট ফিট রয়েছি। আমার মনে হয়, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী বছর হবে উপযুক্ত সময়। হয়তো বা আগামী বছর টোয়েন্টি২০ বিশ্বকাপ শেষে এই বিষয়ে সিদ্ধান্ত নেব আমি।’
বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হারের পর টেস্ট ক্রিকেট থেকে হুট করেই অবসর নিয়েছিলেন ধোনি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সেমিফাইনাল ম্যাচটির আগে মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে এই ম্যাচ হারলে তিনি ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানাবেন। এ বিষয়ে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘আপনাদের (সাংবাদিকদের) উচিত ভাল করে গবেষণা করার পর কোনো কিছু সম্পর্কে লেখালেখি করা। তাহলে সত্য বিষয়টি লিখতে পারবেন। অবসর নেওয়ার জন্য যে দিনটিকে বেছে নেব, সেদিন আমি হাসিমুখে ব্যাগ কাঁধে হাঁটতে শুরু করব।’
এদিকে, ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করেন যে ধোনি আগামী বিশ্বকাপে খেলতে পারবে কিনা, তাহলে আমি বলব, অবশ্যই। আরও অনেক বছর ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে তার।’ অবশ্য ভুল বলেননি ক্লার্ক। সিডনি মাঠে সেমিফাইনাল ম্যাচটিতে ভারতের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ধোনির ব্যাট থেকেই এসেছে। ৬৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেছেন ভারত অধিনায়ক।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন