দ্বিতীয় সর্বোচ্চ সাঙ্গাকারা
অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি রিকি পন্টিংকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। শনিবার ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৫ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১২ রান করে পন্টিংয়ের ১৩ হাজার ৭০৪ রান ছাড়িয়ে যান লঙ্কার ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান।এদিন ইনিংসের ২৩.৫ ওভারে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হওয়ার আগে রঙিন পোশাকের ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৭৩২ রান করার গৌরব অর্জন সাঙ্গা। ৩৯৮ ম্যাচ খেলে ওডিআইয়ের নতুন মানদন্ড নির্ধারণ করলেন বাঁহাতি ব্যাটসম্যান। সাবেক অসি অধিনায়ক পন্টিংকে এজন্য ব্যয় করতে হয়েছিল ৩৭৫ ম্যাচ।
অবশ্য ১৮ হাজার ৪২৬ রান নিয়ে অনেকটা অস্পর্শনীয় দূরত্বে অবস্থান করছেন ভারতীয় ব্যাটিং বিস্ময় শচীন টেন্ডুলকার। ৪৬৩ ম্যাচ খেলে ৪৪.৬৩ গড়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রানের ডিজিট লেখেন ভারতীয় লিটল জিনিয়াস। ওয়ানডেতে ত্রয়ী শচীন-সাঙ্গা-পন্টিংয়ের পর টেবিলের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক আরেক লঙ্কান সনাথ জয়সুরিয়া। ১৩ হাজার ৪৩০ রান এসেছে মাতারা হারিকেনের ব্যাট থেকে। তালিকায় পরের নামগুলো মাহেলা জয়বর্ধনে, ইনজামাম উল হক, জ্যাক ক্যালিস, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও ব্রায়ান লারা।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন