দৃশ্যের পরিবর্তন প্রথম দিন
আগের দুটি টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের বিপক্ষে আহামরি কিছু করে দেখাতে পারেননি ভারতীয় বোলাররা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্টের প্রথম দিনে দৃশ্যের পরিবর্তন হয়েছে। দারুণ বোলিং করেছে সফরকারীরা। তাই দিন শেষে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৫৯ রান।
খেলার শুরুতেই ভারতীয় শিবিরে স্বস্তি এনে দিয়েছিলেন বোলার উমেশ যাদব। প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারেই তার বলে শূন্য রানে আউট হয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। তাকে ভাল সঙ্গ দিয়েছেন মোহাম্মদ শামি। তাই প্রথম দিনে সফরকারীদের বিপক্ষে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া।
দিন শেষে ২টি করে উইকেট পেয়েছেন যাদব ও শামি। আর একটি উইকেট নিয়েছেন অশ্বিন। অস্ট্রেলিয়ার পক্ষে ক্রিস রর্জাস ৫৭, শেন ওয়াটসন ৫২ ও শন মার্শ ৩২ রান করেছেন। আর ৭২ রানে ক্রিজে রয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। অপর প্রান্তে ২৩ রানে অপরাজিত রয়েছেন ব্রাড হ্যাডিন। ৪ টেস্টের সিরিজে এরই মধ্যে ২-০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২৫৯/৫ (স্মিথ ৭২*, রর্জাস ৫৭, ওয়াটসন ৫২; যাদব ২/৬৯,শামি ২/৫৫)।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন