Sports Bangla

দুর্দান্ত শুরু ম্যানচেস্টার সিটির

দুর্দান্ত শুরু ম্যানচেস্টার সিটির

দুর্দান্ত শুরু ম্যানচেস্টার সিটির
আগস্ট ১১
০৩:৪২ ২০১৫

Kwality (1)প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে দুর্দান্ত শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ইয়াইয়া তুরের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৩-০ গোলে হারিয়েছে গত মৌসুমের রানার্সআপরা। প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে সিটির অন্য গোলটি করেন ভিনসেন্ট কোম্পানি। ম্যাচ শুরুর নবম মিনিটেই ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে জড়িয়ে সিটিকে এগিয়ে দেন মিডফিল্ডার তুরে। গোলটিতে অবদান ছিল স্পেনের মিডফিল্ডার  নাভাসের।

ব্যবধান বাড়াতেও দেরি করেনি অতিথিরা। এবারের গোলদাতাও কোত দি ভোয়ার মিডফিল্ডার তুরে। স্বদেশি স্ট্রাইকার উইলফ্রাইদ বোনির সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি বক্সের বাইরে থেকে গোলটি করেন ৩২ বছর বয়সী তুরে।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা সিটির জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ৫৯তম মিনিটে কোম্পানির গোলে। স্প্যানিশ সতীর্থ দাভিদ সিলভার কর্নারে হেড করে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের ডিফেন্ডার কোম্পানি। বাকি সময়ে আর গোল না করতে পারায় বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেল্লেগ্রিনির দল।

explore

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

ডিসেম্বর ২০২০
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১