Sports Bangla

থুথু ছিটিয়ে নির্বাসিত

থুথু ছিটিয়ে নির্বাসিত

থুথু ছিটিয়ে নির্বাসিত
মার্চ 07
19:35 2015

Kwality (1)প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে থুতু ছিটিয়ে ছ’ম্যাচ নির্বাসিত হলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার জনি ইভান্স৷ বুধবার এফএ কাপে নিউক্যাসলের বিরুদ্ধে ম্যান ইউ ১-০ এগিয়ে থাকাকালীন সেন্ট জেমস পার্কের মাঠে ঘটনাটি ঘটে৷ স্ট্রাইকার প্যাপিস সিসের সঙ্গে বচসায় জড়িয়ে তার গায়ে থুতু দেন ইভান্স৷ উল্টো ম্যান ইউ ডিফেন্ডারের গায়েও থুতু ছিটিয়ে দেন প্যাপিস৷ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) তরফে আগামী ছ’টি ম্যাচের জন্য নির্বাসিত করা হয় ইভান্সকে৷ সাতটি ম্যাচে নির্বাসিত প্যাপিস৷

বৃহস্পতিবার একটি বিবৃতিতে ইভান্স পুরো বিষয়টি অস্বীকার করেন৷ কিন্তু ভিডিও রিপ্লে-তে ইভান্সের এই কীর্তি ধরা পড়ায় তার শাস্তি কম না করার সিদ্ধান্ত নিয়েছে এফএ৷ এই শাস্তির বিরুদ্ধে লড়তেও পারবেন না তিনি৷ ফলে ২৬ এপ্রিলের আগে আর দলে ফেরা হচ্ছে না তার৷ সোমবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ওল্ড ট্রেফোর্ডে আর্সেনালের মুখোমুখি হবে লুই ভ্যান গালের দল৷ সেই ম্যাচে আর নামা হচ্ছে না আইরিশ ডিফেন্ডারের৷ পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচটি ম্যাচে রিজার্ভ বেঞ্চেই থাকতে হবে তাকে৷ টটেনহাম হটস্পার, লিভারপুল, অ্যাস্টন ভিলা, ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসির বিরুদ্ধে মাঠের বাইরে থাকবেন তিনি৷

এদিকে, ইভান্সকে থুতু ছেটানোর জন্য প্যাপিসকে সাত ম্যাচ নির্বাসিত করা হল৷ সিমাস কোলম্যানকে কনুই দিয়ে মারায় এর আগেই তিন ম্যাচ নির্বাসিত ছিলেন নিউক্যাসলের স্ট্রাইকার৷ ম্যাচের পরের দিনই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন তিনি৷

Ambia 1

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

অক্টোবর ২০২১
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১