Sports Bangla

ঢেলে সাজানোর পরিকল্পনা লঙ্কার

ঢেলে সাজানোর পরিকল্পনা লঙ্কার

ঢেলে সাজানোর পরিকল্পনা লঙ্কার
নভেম্বর 24
10:20 2014

ambiagroupইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাতে ৩ বছর পর ফের ওয়ানডে দলে যুক্ত হয়েছেন ব্যাটসম্যান থিলিনা কান্ডাম্বি।

জাতীয় দলের হয়ে ৩২ বছর বয়সী থিলিনা সর্বশেষ রঙিন পোশাকে মাঠেছিলেন ২০১১ সালে। তবে বিশ্বকাপের আগে দলকে ঢেলে সাজানোর অংশ হিসেবেই তাকে আবারও দলে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।

থিলিনা ফিরলেও বাদ গেছেন সিমার নুয়ান কুলাসেকারা, অলরাউন্ডার সেককুগে প্রসন্ন ও চতুরঙ্গ ডি সিলভা। সম্প্রতি ভারত সফরে বিরাট কোহলির দলের কাছে ওয়ানডেতে ৫-০ ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। তাই বিশ্বকাপের আগে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন লঙ্কান নির্বাচকরা।

সফরে শ্রীলঙ্কার বিপক্ষে ৭টি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড। সিরিজের প্র্রথম ম্যাচ শুরু হবে আগামী ২৬ নভেম্বর থেকে। এ ছাড়া ২টি টেস্টও খেলবে দুই দল।

শ্রীলঙ্কা দল : এ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, থিলিনা কান্ডাম্বি, রঙ্গনা হেরাথ, দিলরুওয়ান পেরেরা, অজন্তা মেন্ডিস, শামিন্দা ইরাঙ্গা, ধাম্মিকা প্রসাদ, থিসারা পেরেরা ও লাহিরু গামেজ।

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

অক্টোবর ২০২১
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১