ডোপিংয়ের দায়ে আট বছর নিষিদ্ধ

ডোপিংয়ের দায়ে তুরস্কের নারী দৌড়বিদ আসলি চাকির-আপতেকিনের ২০১২ অলিম্পিকে জেতা সোনার পদক কেড়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস) সোমবার জানায়, চাকিরকে আট বছরের জন্য নিষিদ্ধও করা হয়েছে। ২০১২ লন্ডন অলিম্পিকে মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জেতেন চাকির।
সিএএস জানায়, ২০১০ সালের জুলাই থেকে ২০১২-এর অক্টোবরের মধ্যে নেওয়া চাকিরের রক্তের নমুনায় অস্বাভাবিক মাত্রায় নিষিদ্ধ উপাদান পাওয়া যায়।
২০১৩ সালের ডিসেম্বরে তুরস্কের অ্যাথলেটিকস ফেডারেশন চাকিরকে ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্ত করে দেয়। কিন্তু আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন এতে দ্বিমত পোষণ করে এবং বিষয়টি নিয়ে সিএএসে যায়। ২৯ বছর বয়সী চাকির এর আগে ২০০৪ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ডোপ পরীক্ষায় ধরা পড়েন এবং দুই বছরের নিষেধাজ্ঞা কাটান।
সিএএস জানায়, ২০১০ সালের ২৯ জুলাই থেকে তার পাওয়া সব প্রতিযোগিতামূলক ফল ডিসকোয়ালিফাই করা হয়েছে। তার জেতা শিরোপা, পুরস্কার, পদক, পয়েন্ট ও অংশ নেওয়া বাবদ অর্থ বাতিল করা হয়েছে।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন