ট্রিপল সেঞ্চুরি করলেও হচ্ছে না
আবারও ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলে ফেরার প্রহর গুনছেন ক্রিকেটার কেভিন পিটারসেন। কাউন্টিতে সারের হয়ে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর পর ফের ইংলিশ দলের হয়ে মাঠে নামার স্বপ্ন দেখছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ক্রিকেটার। দিন দুয়েক আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাবেক অধিনায়ক অ্যান্ড্র স্ট্রাউসকে ক্রিকেট অব ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে। দায়িত্ব নিয়ে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন স্ট্রাউস। এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে কোচ মুরেসকে। ঠিক সময়ে ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন ২০১৪ সালের পর জাতীয় দল থেকে ছিটকে পড়া পিটারসেন।
কাউন্টিতে সারের হয়ে অপরাজিত ৩২৬ রানের একটি ইনিংস খেলেছেন পিটারসেন। ওভালে লেচস্টারশায়ারের বিপক্ষে ৩৭৩ বল খেলে ৩৪টি চার ও ১৪টি ছয়ের সাহায্যে এই রান করেছেন তিনি। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫৪ রান করছিলেন তিনি। এমন পারফর্মের পর ৩৪ বছর বয়সী পিটারসেন জাতীয় দলে ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন। বলেছেন, ‘ইংল্যান্ডের হয়ে আবারও মাঠে নামতে মুখিয়ে আছি আমি।’
তবে স্ট্রস সাফ জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ড দলের হয়ে পুনরায় পিটারসেনের খেলার সম্ভাবনা নেই। সোমবার লিচেস্টারশায়ারের বিপক্ষে ৩৭৩ বলে ৩২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে ৩৪টি চার ও ১৪টি ছক্কা মারেন কেভিন পিটারসেন। এদিকে একই দিন ইংল্যান্ডের নতুন ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রসের সঙ্গে দেখা করেন পিটারসেন। তবে স্ট্রস তাকে জানিয়ে দেন, পুনরায় ইংল্যান্ডের হয়ে তিনি খেলতে পারবেন না।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রবল আগ্রহ প্রকাশ করেন পিটারসেন। এমনকি জাতীয় দলে ডাক পেতে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নেন। স্ট্রসের সঙ্গে দেখা করার পর কেপিকে যে জাতীয় দলের জন্য আর বিবেচনা করা হবে না বলে জানিয়ে দেয়া হয় সেটি ফাঁস করে দেন বিবিসির স্পোর্টস করেসপন্ডেন্ট জোনাথন অ্যাগনিও। তিনি বলেন, ‘সত্যি বলতে কী, এটি কোনো বিস্ময় নয়। পিটারসেন সাম্প্রতিক সময়ে প্রচুর রান করেছে। তবে যারা তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করবেন না তাদের জন্য কেপির ফর্ম কোনো ব্যাপারই না।’
অ্যান্ড্রু স্ট্রসের সঙ্গে দেখা করার আগে সাংবাদিকদের দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত পিটারসেন বলেন, ‘আমি এর চেয়ে বেশি কী করতে পারি? আমি শুধু রান করতে পারি। কঠিন চাপের মুখেও আমি যে ভালো খেলতে পারছি সেজন্য গর্বিত।’
২০১৪ সালে জানুয়ারিতে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ খেলেন কেভিন পিটারসেন। সেবার অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ায় তখনকার ডিরেক্টর পর ডন্টন পিটারসেনকে দল থেকে ছাঁটাই করেন। গত রোববার অ্যান্ড্রু স্ট্রস ডিরেক্টর হিসেবে পল ডন্টনের স্থলাভিষিক্ত হন।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন