Sports Bangla

ঝড়ো বোলিং-ব্যাটিং নিউজিল্যান্ডের

ঝড়ো বোলিং-ব্যাটিং নিউজিল্যান্ডের

ঝড়ো বোলিং-ব্যাটিং নিউজিল্যান্ডের
নভেম্বর 28
15:49 2014

ambiagroupক্রেইগের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ঝড়ো ব্যাটিং করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। এই দুজনের নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে শারজাহ টেস্টের দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছে নিউ জিল্যান্ড।

চোখ জুড়ানো এক সেঞ্চুরি করে পাকিস্তানের বিপক্ষে শারজাহ টেস্টের দ্বিতীয় দিনের নায়ক বনে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তার অপ: ১৫৩ রানের অনবদ্য ইনিংসে দিন শেষে ১ উইকেটে ২৪৯ রান তুলেছে কিউইরা। ফলে এখনো ১০২ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। এর আগে ৩৫১ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস।

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যুতে বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন খেলা বন্ধ রাখে দল দু’টি। তাই শুক্রবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিনের খেলা। সকালে হিউজের স্মরণে সমবেদনাও প্রদর্শন করেন দু’দলের খেলোয়াড়রা। সমবেদনা শেষে ব্যাটিং-এ নামে পাকিস্তান।

CRICKET-UAE-PAK-NZLগত বুধবার ম্যাচের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৮১ রান করেছিলো পাকিস্তান। তবে দ্বিতীয় দিনে স্কোরটাকে বেশি বড় করতে পারেনি তারা। অফ-স্পিানর মার্ক ক্রেইগের ঘূর্ণিতে শেষ ৭ উইকেট ৭০ রানেই হারায় পাকিস্তান। ফলে ৩৫১ রানেই থেমে যায় মিসবাহর দলের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৯৭ রান করেন ওপেনার মোহাম্মদ হাফিজ। ৯৪ রানে ৭ উইকেট নিয়েছেন ক্রেইগ।

এরপর প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে দলীয় ৫১ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১৩ রানে আউট হয় টম লাথাম। এরপর আরেক ওপেনার ম্যাককালামের সাথে জুটি বাধেন তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন।

জুটি বেধে ম্যাককালামের ব্যাটিং প্রদর্শনিটা ভালোই উপভোগ করেছেন উইলিয়ামসন। কারণ ব্যাট হাতে পাকিস্তানি বোলারদের উপর তুলোধুনো করেছেন ম্যাককালাম। এতটাই মারমুখী ছিলেন যে, ৭৮ বলেই পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি।

তিন অংক স্পর্শ করেও দমে যাননি নিজের শরীরের জার্সিতে ফিলিপ হিউজের নাম লেখে খেলতে নামা ম্যাককালাম। পরবর্তীতে নিজের ইনিংসটাকে ভালোই মেরামত করেছেন তিনি। ফলে দিনের শেষভাগে ছুয়ে ফেলেন দেড় শতাধিক রানের কোঠাও। আর দিন শেষে ম্যাককালামের নামের পাশে জ্বলজ্বল করছিলো ১৪৫ বলে ১৭টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারিতে অপরাজিত ১৫৩ রান।

ম্যাককালামের ব্যাটিং প্রদর্শনী দেখাতেই ব্যস্ত ছিলেন না উইলিয়ামসন। অধিনায়ককে সঙ্গ দেবার পাশাপাশি নিজের ইনিংসটাকেও শক্তপোক্ত করেছেন তিনি। ফলে দিন শেষে তার নামের পাশে শোভা পাচ্ছিল ৯৬ বলে অপরাজিত ৭৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান প্রথম ইনিংস: ১২৫.৪ ওভারে ৩৫১ (হাফিজ ১৯৭, মাসুদ ১২, আজহার ৩৯, ইউনুস ৫, মিসবাহ ৩৮, আসাদ ১১, সরফরাজ ১৫, ইয়াসির ২৫, তালহা ০, রাহাত ০, বাবর ০*; ক্রেইগ ৭/৯৪, ভেটোরি ১/৪১, সাউদি ১/৫৪, সোধি ১/৭৬)।

নিউ জিল্যান্ড প্রথম ইনিংস: ৪৫ ওভারে ২৪৯/১ (ল্যাথাম ১৩, ম্যাককালাম ১৫৩*, উইলিয়ামসন ৭৬*; রাহাত ১/২৪)।

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১