Sports Bangla

জুয়ারী মেসি!

জুয়ারী মেসি!

জুয়ারী মেসি!
মার্চ 12
13:19 2015

Exploreজীবনের অন্যতম সেরা ছন্দে আর্জেন্টাইন সুপারস্টার৷ বার্সেলোনার হয়ে অপ্রতিরোধ্য৷ রহস্যাটা কী? মেসি জানালেন, নিজের অন্তরে যে ‘জুয়ার প্রবৃত্তি’ রয়েছে, তা-ই তাকে ফুটবল মাঠে এতটা সফল করেছে৷ মাত্র মাস খানেক আগে সহ ফুটবলার সেস ফাব্রেগাসের সঙ্গে তাকে অল্প দিনের ব্যবধানে দু’বার একটি ক্যাসিনোর বাইরে দেখা গিয়েছিল৷ এর পর যা নিয়ে প্রচুর বিতর্কও হয়৷

এই ঘটনার পর মুখ খুলেন লিওনেল মেসি৷ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘অনেকে মনে করেন, আমার ফুটবল খেলার ক্ষমতাটা আসে ভেতর থেকে৷ আমি জানি না, এটা সত্যিই কি না৷ তবে, এ কথা সত্যি যে, আমার মধ্যে জুয়া খেলার প্রবৃত্তি রয়েছে৷ ফলে আমি ঝুঁকি নিতে পছন্দ করি৷’

Kwality (1)সেই সঙ্গে লন্ডনে ক্যাসিনোয় যাওয়ার যে ছবি পাপ্পারাৎজিরা তুলেছিলেন, তা যে তার একেবারেই পছন্দ হয়নি সে কথাও জানিয়েছেন, ‘বার্সেলোনায় আমার ব্যক্তিগত জীবনে ঢুকে আমাকে বিরক্ত করে না কেউ৷ ব্যক্তিগত জীবন, ছুটি কাটানো-এসব তো আমার অধিকারের মধ্যে পড়ে৷ সেখানে অন্য কারোর উপস্থিতি আমার ভালো লাগে না৷’

নিজেকে এক জন ভালো পোকার প্লেয়ারের সঙ্গে তুলনা টানার পর মেসি যোগ করেছেন, ‘খেলার মাঠে আমি সব সময় সেরা সিদ্ধান্ত নিতে পছন্দ করি৷ প্রতিপক্ষ আমাকে দিয়ে কী করিয়ে নিতে চাইছে, তা নিয়ে ভাবি না৷ পায়ের তলায় যখন ঘাস রয়েছে বুঝতে পারি, আমি নিরাপদ বোধ করি৷ আমার উপর যে পাহাড়প্রমাণ চাপ থাকে, তা আমি কাজে লাগাই নিজের সেরাটা বের করে আনতে৷’

এমনও অভিযোগ উঠেছে, কোচ লুইস এনরিকের সঙ্গে তার ইদানীং কিছু সমস্যা হয়েছিল ড্রেসিংরুমে৷ সে প্রসঙ্গও উঠল৷ মেসি অবশ্য সে সব উড়িয়ে দিলেন সহজাত ভঙ্গিতে৷ তার বক্তব্য, ‘দেখুন, ফুটবল শুধুই একটা খেলা৷ আমি স্বাভাবিক ভাবে খেলাটা খেলি, বা তা নিয়ে আলোচনা করি৷ খেলতে যাওয়ার আগে বা পরে ড্রেসিংরুমে কখনও চিৎকার করিনি৷ বরং আমি চুপচাপ থাকা পছন্দ করি৷ এতে আমার চিন্তাভাবনা গুছিয়ে নিতে সুবিধে হয়৷’

Ambia 1

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১