জাতীয় দলে খেলবেনা আজমল
সাঈদ আজমল আপাতত জাতীয় দলের হয়ে খেলবেন না। বরং আসন্ন জাতীয় টোয়েন্টি২০ চ্যাম্পিয়ন্সশিপ নিয়েই বেশি ব্যস্ত থাকতে হবে এই বোলারকে। আগামী মাসে শুরু হবে প্রতিযোগিতা। জাতীয় দলের হয়ে ৩৩টি টেস্ট ও ১১০টি ওয়ানডে খেলেছেন আজমল। ২০০৯ ও ২০১৪ সালে তিন ধরনের ফর্মম্যাটেই পাকিস্তানের শীর্ষ বোলার ছিলেন তিনি।
আন্তর্জাতিক ম্যাচে তার খেলার ব্যাপারে এখনো ইতিবাচক নন নির্বাচকরা। তাই আসন্ন ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজে তাকে বাইরে রেখেই একাদশ সাজানোর চিন্তা-ভাবনা করছে বোর্ড। সর্বশেষ বাংলাদেশ সফরে সুবিধা করতে পারেননি আজমল। যদিও দুবাইয়ের পিচে দারুণ সফল তিনি। তারপরও তাকে দলে নিতে চাইছেন না নির্বাচকরা।
এ ব্যাপারে বার্তা সংস্থা পিটিআই বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ধারাবাহিক পারফর্ম করতে পারছে না আজমল। তাই তাকে আসন্ন আন্তর্জাতিক সিরিজে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে জাতীয় টোয়েন্টি২০ চ্যাম্পিয়ন্সশিপে খেলবেন তিনি।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন