Sports Bangla

জমজমাট দাবা লিগ

জমজমাট দাবা লিগ

জমজমাট দাবা লিগ
ডিসেম্বর 27
13:24 2014

royal-magnum_bigউৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জমজমাট দাবা লিগ।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এম এইচ চৌধুরী লিঃ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের সিজেকেএস-এম এইচ চৌধুরী দাবা লিগ।

২৭ ডিসেম্বর এম এ আজিজ স্টেডিয়াম প্যাভিলিয়ন ভবনে সিজেকেএস এম এইচ চৌধুরী দাবা লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন দাবা ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও সিজেকেএস সহ-সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক ও দাবা কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম।

সিজেকেএস কার্যনির্বাহী কমিটির সদস্য ও দাবা কমিটির সম্পাদক জাহেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সিজেকেএস নির্বাহী সদস্য আল্লামা মোঃ ইকবাল, মোঃ ইউসুফ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, দাবা কমিটির যুগ্ম সম্পাদক তনিমা পারভিন, আন্তার্জাতিক মাষ্টার রানী হামিদ, কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, হাসান মুরাদ বিপ্লব, দাবা কমিটির যুগ্ম-সম্পাদক রেজাউর রহমান, সদস্য রাকিব-উল- ইসলাম সাচ্চু, ফিদে মাষ্টার আবদুল মালেক, মোহাম্মদ জয়নাল আবেদীন, কামরুল ইসলাম, মিসেস টিংকু বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।

FMC-Sports-logo-300x133উদ্বোধনী দিনে ১ম রাউন্ডের খেলায় কোয়ালিটি স্পোর্টস ইস্পাত একাদশকে, চবক ক্রীড়া সমিতি পাঁচলাইশ যুব সংঘকে, বাকলিয়া একাদশ ডবলমুরিং ক্লাবকে, মোহামেডান স্পোর্টিং ব্লুজ বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে।

আগামীকাল সকাল ১০টায় ২য় রাউন্ড ও বিকাল ৪টায় ৩য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ২য় রাউন্ডে সকাল ১০টা থেকে ডবলমুরিং ক্লাব বনাম আগ্রাবাদ কমরেড, মোহামেডান স্পোর্টিং ব্লুজ বনাম পাঁচলাইশ যুব সংঘ, ইস্পাত একাদশ ব্লুজ বনাম বাকলিয়া একাদশ, কোয়ালিটি স্পোর্টস বনাম চবক ক্রীড়া সমিতির খেলা অনুষ্ঠিত হবে।

বিকাল ৪টা থেকে ৩য় রাউন্ডের খেলায় বাকলিয়া একাদশ বনাম কোয়ালিটি স্পোর্টস, মোহামেডান স্পোর্টিং ব্লুজ বনাম ইস্পাত একাদশ ব্লজ, আগ্রাবাদ কমরেড বনাম পাঁচলাইশ যুব সংঘ, বোয়ালখালী উপঃ ক্রীড়া সংস্থা বনাম ডবলমুরিং ক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।

Ambia all

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১