Sports Bangla

ছেলেদের খেলা দেখায় জেলে!

ছেলেদের খেলা দেখায় জেলে!

ছেলেদের খেলা দেখায় জেলে!
সেপ্টেম্বর ১২
১৬:৫১ ২০১৪

Bright sports shopইরানে ছেলেদের ভলিবল খেলা দেখার চেষ্টা করায় দুই মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন নারী আইনজীবী ঘোনচে ঘাভামি।

গত ২০ জুন তেহরানে এক ডজনেরও বেশি মেয়েদের সঙ্গে ইতালি ও ইরানের ভলিবল ম্যাচ দেখতে গিয়েছিলেন ২৫ বছর বয়সী ঘোনচে ঘাভামি। স্টেডিয়ামের ঢোকার সময়ই তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ইরানের আইনে মেয়েরা ছেলেদের খেলা দেখতে পারে না।

প্রথমবার গ্রেপ্তারের পর একবার ঘাভামিকে ছেড়েও দিয়েছিল পুলিশ। ছাড়া পাওয়ার পর দিন নিজের জিনিসপত্র নিতে গেলে আবারো তাকে গ্রেপ্তার করা হয়।

ফের গ্রেপ্তারের পর ২৫ বছর বয়সী ঘাভামিকে ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে পাঠানা হয়। এই কারাগারে মূলত রাজনৈতিক বন্দি ও শাস্তি পাওয়া সাংবাদিকদের রাখা হয়।

ঘাভামির ভাই দাবি করেন, ৪১ দিন ঘাভামিকে নাকি একাকী আটকে রাখা হয়েছিল। ঘাভামি কান্নাভেজা কণ্ঠে পরিবারকে ফোন করে একথা জানিয়েছিলেন।

ইরান ও ইংল্যান্ড দুই দেশেরই নাগরিক উঠতি আইনজীবি ঘাভামি লন্ডনে পড়ালেখা করেছেন। তাছাড়া ইরানে মেয়েদের অধিকার নিয়েও আন্দোলন করছিলেন তিনি।

অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘাভামির মুক্তির দাবিতে প্রচার চলছে।

 

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২০
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০