চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক
ঢাকা প্রিমিয়ার লিগের (২০১৪-১৫ মৌসুম) শিরোপা ঘরে তুলেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। রবিবার আবাহনী লিমিটেডকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা জিতেছে ক্লাবটি। চলতি বছরে এটি তাদের দ্বিতীয় শিরোপা। এর আগে বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় আসরের শিরোপাও জিতেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীকে দাঁড়াতেই দেয়নি প্রাইম ব্যাংক। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে আবাহনী স্কোরবোর্ডে মাত্র ১৬০ রান জমা করতে সক্ষম হয়েছে। আবাহনীর হয়ে ব্যাট হাতে একাই লড়াই করেছেন নাসির হোসেন; আউট হওয়ার আগে ৬৯ বলে ৬ বাউন্ডারিতে করেছেন ৫৫ রান।
জবাবে ২৭.৩ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের জয়ের নায়ক বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া সৌম্য সরকার। ব্যাট ও বল হাতে সমানতালে পারফর্ম করেছেন এই অলরাউন্ডার। প্রথমে বল হাতে ৩৬ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছেন ৯১ রান। তার অলরাউন্ডিং নৈপুণ্যেই খুব সহজেই শিরোপা জিতে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
এদিকে, খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৩৮ রানে পরাজিত করেছে কলাবাগান ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করে কলাবাগান ক্রিকেট একাডেমি ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করেছে। এনামুল হক বিজয় ১৫০ রানের ইনিংস খেলেছেন। জবাবে রূপগঞ্জ নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫০ রানে থমকে গেছে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন জুনায়েদ সিদ্দিক।
পঞ্চম ও শেষ রাউন্ডের অপর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বিকেএসপি ৩ নম্বর মাঠে। ওই ম্যাচে প্রাইম দোলেশ্বর ৩ উইকেটে মোহামেডানের বিপক্ষে জয় লাভ করেছে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে মোহামেডান। জবাবে মেহেদী মারুফ ও রনি তালুকদারের জোড়া হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে প্রাইম দোলেশ্বর। এই জয়ে প্রাইম দোলেশ্বর রানার্স আপ হিসেবে প্রিমিয়ার লিগ শেষ করেছে।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন