Sports Bangla

চুক্তিভুক্ত ক্রিকেটারদের নাম প্রকাশ

চুক্তিভুক্ত ক্রিকেটারদের নাম প্রকাশ

চুক্তিভুক্ত ক্রিকেটারদের নাম প্রকাশ
জানুয়ারী 15
14:42 2015

royal-magnum_big১২ থেকে ১৪; চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার হোটেল রেডিসনে ২০১৫ সালের প্রথম বোর্ড সভায় চুক্তিভুক্ত ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিবি। চুক্তির তালিকায় রয়েছে ৪ নতুন ক্রিকেটারের নাম। অন্যদিকে, নতুন তালিকায় বাদ পড়েছেন পূর্বের ৩ ক্রিকেটার। এরা হলেন- অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক, স্পিনার সোহাগ গাজী এবং মিডিয়াম পেসার রবিউল ইসলাম।

চুক্তিতে আসা নতুন ৪ ক্রিকেটার হলেন- জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয়, স্পিনার আরফাত সানি, অভিষেক ওয়ানডে ম্যাচেই ইতিহাসের একমাত্র বোলার হিসেবে হ্যাটট্রিক করা স্পিনার তাইজুল ইসলাম এবং পেসার আল-আমিন হোসেন। এর মধ্যে বিজয় বাদে বাকি ৩ ক্রিকেটার ‘ডি’ ক্যাটাগরির চুক্তিতে রয়েছে। বিজয় রয়েছেন ‘সি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা অপর দুই ক্রিকেটার হলেন পেসার শফিউল ইসলাম ও ব্যাটসম্যান মুমিনুল হক। ‘বি’ ক্যাটাগারিতে রয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন, ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস এবং পেসার রুবেল হোসেন। ‘এ’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটারটি হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের ৪ সেরা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল রয়েছেন যতারীতি ‘এ+’ ক্যাটাগরিতে।

চুক্তি মানেই সেখানে বেতন-ভাতার আলোচনা অবশ্যম্ভাবীভাবে চলে আসা। তবে চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকায় রদবদল হলেও ক্রিকেটারদের ক্যাটাগরিভিত্তিক মাসিক বেতন আগের মতোই রয়েছে। গত বছর ‘এ+’ শ্রেণীর ক্রিকেটাররা মাসিক বেতন পেয়েছেন ২ লাখ টাকা করে। বাকি চার শ্রেণীর মধ্যে ‘এ’ ক্যাটাগরির বেতন ছিল ১ লাখ ৭০ হাজার, ‘বি’ ক্যাটাগরির বেতন ১ লাখ ২০ হাজার, ‘সি’ ক্যাটাগরির বেতন ৯০ হাজার ও ‘ডি’ ক্যাটাগরির বেতন ৬০ হাজার টাকা। এছাড়া দায়িত্ব ভাতা হিসেবে অধিনায়ক পেয়েছেন বাড়তি ২০ হাজার টাকা ও সহ-অধিনায়ক ১০ হাজার টাকা। এ বিষয়ে বিসিবি সভাপতি বৃহস্পতিবারের বোর্ডসভা শেষে বলেছেন, ‘ক্রিকেটারদের মাসিক বেতনের বিষয়টি নিয়ে আপাতত আমরা নতুন করে কোনো চিন্তাভাবনা করছি না।’

Ambia all

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১