চুকবলে রানার্সআপ দলকে সংবর্ধনা
নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ২য় সাউথ এশিয়ান চুকবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে বাংলাদেশ চুকবল দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
এ উপলক্ষ্যে বাংলাদেশ চুকবল দল আজ ১০ ডিসেম্বর এক রিসিপশন পার্টির আয়োজন করে। এতে বাংলাদেশ চুকবল এসোসিয়েশন (প্রস্তাবিত) এর সভাপতি আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি মোজাম্মেল হক, মাইনুদ্দীন আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কল্লোল দাশ, সদস্য আল্লামা মোঃ ইকবাল, এইচ.এম.সোহেল, ডা. তিমির বরণ চৌধুরী, সিজেকেএস সহ সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠান হামীম ট্রেডিং এর সত্ত্বাধিকারী সাইফুদ্দীন চৌধুরী দুলাল সহ এসোসিয়েশনের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হয় ২য় সাউথ এশিয়ান চুকবল চ্যাম্পিয়নশীপ।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন