চরিত্রহীন রোনাল্ডো!
পাঁচ বছর ধরে রোনাল্ডোর সঙ্গেই ছিলেন রাশিয়ান সুপারহট মডেল ইরিনা শায়েক৷ চলতি বছরের জানুয়ারিতেই তাদের ব্রেক-আপ হয়ে যায়৷ শোনা গিয়েছিল রোনাল্ডোর মায়ের সঙ্গে মানিয়ে নিতে না-পেরেই শেষ পর্যন্ত সিআর সেভেনকে ছাড়ার সিদ্ধান্ত নেন ইরিনা৷
কিন্তু বাস্তবে রোনাল্ডোকেই পছন্দ করতেন না ইরিনা৷ সম্প্রতি স্পেনের একটি ম্যাগাজিনে এমনটাই জানিয়েছেন ইরিনা৷ তিনি বলছেন, “রোনাল্ডো কখনই আমার আদর্শ পুরুষ হয়ে উঠতে পারেনি৷ আমার জীবনে সেই পুরুষই থাকবে যার উপর আমি বিশ্বাস করতে পারব৷ তার সততা আর ভদ্রতা আমাকে মুগ্ধ করবে৷ আমি রোনাল্ডোকে আদর্শ পুরুষ মনে করেই ভুল করেছি৷ একজন খারাপ পুরুষের পাশে দাঁড়াতেও কোনো মহিলার খারাপ লাগে৷ রোনাল্ডোর সঙ্গে থাকার সময় আমি নিরাপত্তাহীনতায় ভুগতাম।”
রোনাল্ডোর প্রতি সুযোগ পেলেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন ইরিনা৷ তাহলে এখনও কী আধুনিক ফুটবলের ঈশ্বরের মায়া কাটাতে পারছেন না তিনি৷ এখন প্রশ্ন উঠছে শেষ পাঁচ বছর ধরে ইরিনা কী করছিলেন? এতদিন পর মনে হলো রোনাল্ডোর চারিত্রিক ত্রুটি রয়েছে৷
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন