চট্টগ্রাম তৃতীয়
৪র্থ জাতীয় রাগবি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম জেলা দল। মঙ্গলবার গাজীপুরকে ২৪-১০ পয়েন্টে হারিয়েছে চট্টগ্রাম।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভূমিকায় থেকেছে চট্টগ্রাম জেলা দল। এর সুফল হিসেবে প্রথমার্ধে ১২-০ পয়েন্টে এগিয়ে থেকেছে বন্দর নগরীর দলটি। দ্বিতীয়ার্ধে খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে গাজীপুর। শেষ অবধি ২৪-১০ পয়েন্টে ম্যাচ জিতে নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা দল।
বুধবার বিকেল সাড়ে ৪টায় প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী ও নড়াইল জেলা দল। শিরোপা লড়াইয়ের এই ম্যাচ দিয়েই পর্দা নামবে এবারের জাতীয় রাগবি প্রতিযোগিতার।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরবি গ্রুপের এডিশনাল ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন