Sports Bangla

চট্টগ্রামের ফুটবল উন্মাদনায় মুগ্ধ রিয়াল

চট্টগ্রামের ফুটবল উন্মাদনায় মুগ্ধ রিয়াল

চট্টগ্রামের ফুটবল উন্মাদনায় মুগ্ধ রিয়াল
অক্টোবর ৩০
১৪:৩৬ ২০১৪

royal-magnum_bigখেলাধূলার মাধ্যমে শিশুদের স্বাস্থোজ্জল বেড়ে ওঠায় সাহায্য করতে ওয়াইকেকে হোল্ডিং এশিয়া পিটিই লি. (ওয়াইএইচএ) এবং ওয়াইকেকে বাংলাদেশ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছে ৩দিন ব্যাপী এক ফুটবল ক্লিনিক। বৃহস্পতিবার ওয়াইকেকে এশিয়া গ্রুপ কিডস্ ফুটবল ক্লিনিক (একেএফসি) বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। ওয়াইএইচএ-র উদ্যোগে এটি তৃতীয় ফুটবল ক্লিনিক। চট্টগ্রামে এবারই প্রথম।

বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ৭ বছর ধরে ওয়াইকেকে এই অঞ্চলে এই ক্লিনিকটি পরিচালনা করে আসছে। বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামে একই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের ফুটবল ক্লিনিকে সুবিধাবঞ্চিত ৩০০ শিশু এবং ৩০ জন স্থানীয় কোচ অংশ নেবেন।

bright_academy_smফুটবল ক্লিনিক পরিচালনা করছেন রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের প্রধান কোচ পাবলো গোমেজ রেভেনজা, যাভিয়ের গার্সিয়া টোরেস এবং রাফায়েল প্যালাসিও রুইজ-পিনাদো। রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত এই ফুটবল ক্লিনিকে রিয়াল মাদ্রিদের কোচিং মেথডোলজি ও টেকনিকস প্রয়োগ করা হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই ফুটবল ক্লিনিকে অংশগ্রহণকারীদের জার্সি, বুট ও ক্লিনিক শেষে সার্টিফিকেট প্রদান করা হবে এবং এই ক্লিনিকের জন্য প্রস্তুতকৃত বিশেষায়িত গোলপোস্টগুলো বাফুফেকে অনুদান হিসেবে দেওয়া হচ্ছে। ওয়াইএইচএ-এর প্রেসিডেন্ট ও সিইও কেন নাকানো বলেছেন, ‘স্থানীয় সমাজ ও জনগনের সাথে কাজ করা ও তাদের জীবনে অবদান রাখা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এই আয়োজনের শিশু-কিশোররা তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে এবং ফুটবলের প্রতি তাদের ভালোবাসা আরো প্রগাঢ় হবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের বেড়ে ওঠায় সাহায্য করতে চাই’। এই আয়োজনের ইভেন্ট ব্যবস্থাপনায় কাজ করেছে বাংলাদেশের পক্ষে স্পটলাইট ইভেন্ট ম্যানেজমেন্ট লি. এবং ওয়াইকেকে এর পক্ষে থেকে টিএলসিওয়ার্ক।

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২০
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০