গোলরক্ষকের গোল করার রেকর্ড!
রোজেরিও সেনি। সাও পাওলোর গোলবার আগলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের জালেও গোল করেন তিনি। ব্রাজিলের ক্লাব সাও পাওলোর সর্বোচ্চ গোলদাতাদের তালিকার দশ নম্বরের মধ্যে চলে এসেছেন চেনি। পেনাল্টি ও ফ্রি-কিক ‘বিশেষজ্ঞ’ সেনি গত বুধবার ক্যারিয়ারের ১২৮তম গোল করেন। ব্রাজিল জাতীয় দলের সাবেক এই গোলরক্ষকের করা গোলে সান্তোসকে ৩-২ গোলে হারায় সাও পাওলো।
সাও পাওলো থেকে এরপর টুইট করা হয়, “আজ সেনি আক্রমণভাগের যে কোনো খেলোয়াড়ের জন্য কঠিন এক মাইলফলকে পৌঁছেছে।”
৪২ বছর বয়সী গোলরক্ষক সেনি প্রথম গোল করার স্বাদ পান ১৯৯৭ সালে। ২০০৫ সালে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করেন তিনি। একই বছর ক্লাব বিশ্বকাপের ফাইনালে সাও পাওলোর হয়ে লিভারপুলকে হারাতে গোলবারের নীচে অসাধারণ পারফর্ম করেন সেনি।
২০০৪ থেকে ২০০৭, এই সময়ের মধ্যে ৪৭ গোল করেন সাও পাওলোর গোলবারের প্রহরী। এই সময়েই একজন গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ভাঙেন ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য এই গোলরক্ষক।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন