কোহলিকে উৎসাহ দিতে মেলবোর্নে
ভারতীয় ক্রিকেটার প্রেমিক বিরাট কোহলিকে উৎসাহ দিতে বর্তমানে মেলবোর্নে রয়েছেন বলিউড তারকা আনুশকা শর্মা। শুক্রবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের গ্যালারিতে বসে খেলা দেখবেন আনুশকা। প্রেমিক কোহলিকেও উৎসাহ দেবার পাশাপাশি নতুন বছর উদযাপন করতেই অস্ট্রেলিয়ায় গেছেন আনুশকা বলে নিশ্চিত করে ভারতের একটি সিনে ওয়েবসাইট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে চোখ জুড়ানো পারফরমেন্স করেছেন কোহলি। ফলে প্রথম টেস্ট জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলো ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে ক্রিজে থাকাকালীন মনোসংযোগ হারিয়ে এক ভুল শটে ১৪১ রানে আউট হয়ে অস্ট্রেলিয়ার হাতে ম্যাচ তুলে দেন কোহলি। ঐ ম্যাচের দুঃস্মৃতি হয়তো দ্বিতীয় ম্যাচে পারেননি তিনি। দ্বিতীয় টেস্টে ১৯ ও ১ রান করে আউট হন।
কোহলির এমন পারফরমেন্সে কষ্ট পেয়েছেন তার প্রেমিকা আনুশকাও। তাই সময়ক্ষেপণ না করেই ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন তিনি। মেলবোর্নে তৃতীয় টেস্টে গ্যালারিতে বসে কোহলিকে উৎসাহ দিবেন আনুশকা। তাতে যদি ভাগ্য ফিরে কোহলির। ব্যাট হাতে যদি উজ্জ্বল পারফরমেন্স করে ভারতকে জয়ের স্বাদ দিতে পারেন কোহলি, এমন চিন্তা-ভাবনাও রয়েছে আনুশকার। এছাড়া নতুন বছরটি কোহলির খুব কাছে থেকেই উদযাপন করতে চাইছেন এই বলিউড তারকা।
এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?
মন্তব্য লিখুন