Sports Bangla

কেন এমন ঘৃণ্য কাজ

কেন এমন ঘৃণ্য কাজ

কেন এমন ঘৃণ্য কাজ
এপ্রিল 05
10:27 2015

Kwality (1)খেলায় হার-জিত থাকতেই পারে, কিন্তু তার জের ধরে ফুটবল টিম বাসে গুলিবর্ষণ? ব্যাপারটি বেশ ভয়াবহই। তবে এমন ঘটনাইট ঘটেছে তুরষ্কে। দেশটির শীর্ষ সারির ফুটবল ক্লাব ফেনারবাচের টিমবাসে গুলিবর্ষর্ণের ঘটনা ঘটেছে শনিবার। সুপার লিগের অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক রাইজেসপোরকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফেনারবাচ। বড় জয় শেষে ফেরার পথেই ঘটে এমন দুর্ঘটনার শিকার হয় ফেনারবাচ ফুটবল টিম।

তুরস্কের শহর ত্রাবজনের কাছাকাছি অবস্থানে ন্যাক্কারজনক এ হামলা চালানো হয়। তবে, এ ঘটনায় কেউ নিহত হয়নি। মাথায় গুলিবিদ্ধ হওয়া বাসের ড্রাইভারকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খেলোয়াড়রা সবাই অক্ষত রয়েছেন। বাসে ছিলেন একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডার্ক কুইট-রাউল মেয়ারলেসদের মতো তারকা সব ফুটবলার। যারা এখন খেলে যাচ্ছেন ফেনারবাচের হয়ে।

FMC-Sports-logo-300x133বাসে ফুটবলার ও কোচিং স্টাফসহ মোট ৪০জন সদস্য ছিলেন। গুলিবর্ষণের সঙ্গে সঙ্গেই বাসে থাকা নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। নিরাপত্তা দলের সদস্য হাসান চেলিনকায়া বলেন, ‘গুলিবিদ্ধ হয়েও ড্রাইভার বাসের নিয়ন্ত্রণ ঠিক রাখেন। এরপর তিনি বাসটি থামিয়ে দেন। অন্যথায়, বড় ধরণের দুর্ঘটনা ঘটতো।’

ফেনারবাচের ভাইস প্রেসিডেন্ট মাহমুত উসলু বলেন, ‘আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। অথচ ম্যাচ শেষে ফেরার পথে আমাদের ওপর হামলা চালানো হলো। এর পেছনে ত্রাবজোনপোরের সমর্থকদের হাত রয়েছে। তারা আমাদেরকে মেরে ফেলতে চেয়েছে। কিন্তু, কেন এমন ঘৃণ্য কাজ করলো? তাদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই।’

লেখক সম্পর্কে

স্পোর্টসবাংলা ডেস্ক

স্পোর্টসবাংলা ডেস্ক

এই ধরনের আরো লেখা

০ মন্তব্য

এখনো কোনো মন্তব্য আসেনি!

এই মুহূর্তে এখানে কোনো মন্তব্য নেই, আপনি কি একটি মন্তব্য দেবেন?

মন্তব্য লিখুন

মন্তব্য লিখুন

আর্কাইভ

জানুয়ারী ২০২২
সোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্রশনিরবি
« আগস্ট  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১